টার্গেট সোয়াচ পিগমেন্ট কিন্তু ডাইং হবে রিয়েক্টিভে, কি ভাবে সেড ওকে করবেন - Textile Lab | Textile Learning Blog
ডাইং এর সমস্যা : টার্গেট সোয়াচ পিগমেন্ট কিন্তু ডাইং হবে রিয়েক্টিভে।

আজ আমাদের একটি পপলিন কাপড় ডাইং করতে হয়েছিল যার টার্গেট সেড ছিলো ১০০% কাভারেজ যুক্ত AOP সোয়াচ, যার মেরিন কালার টি করা হয়েছিল পিগমেন্ট দিয়ে।

সমস্যা হলো পিগমেন্ট এর ব্রাইটনেস, গ্লসিনেস রিয়েক্টিভ এর তুলনায় অনেক বেশি যারা ফলে এডিশন বাড়াতে থাকলেও কাংখিত সেড পাওয়া যায় না, আর পিগমেন্ট এর টোন এবং রিয়েক্টিভ এর টোন সম্পুর্ন আলাদা ।  তাই এই সেড ডাইং এর টলারেন্স রেঞ্জ বেশি তাই ১০০% ম্যাচিং না হলেও হবে শুধু টোন আর ডেপথ ঠিক থাকলেই হয়ে যাবে ।

টার্গেট সোয়াচ পিগমেন্ট কিন্তু ডাইং হবে রিয়েক্টিভে, কি ভাবে সেড ওকে করবেন

ডাইং এর সমস্যা : টার্গেট সোয়াচ পিগমেন্ট কিন্তু ডাইং হবে রিয়েক্টিভে।

আজ আমাদের একটি পপলিন কাপড় ডাইং করতে হয়েছিল যার টার্গেট সেড ছিলো ১০০% কাভারেজ যুক্ত AOP সোয়াচ, যার মেরিন কালার টি করা হয়েছিল পিগমেন্ট দিয়ে।

সমস্যা হলো পিগমেন্ট এর ব্রাইটনেস, গ্লসিনেস রিয়েক্টিভ এর তুলনায় অনেক বেশি যারা ফলে এডিশন বাড়াতে থাকলেও কাংখিত সেড পাওয়া যায় না, আর পিগমেন্ট এর টোন এবং রিয়েক্টিভ এর টোন সম্পুর্ন আলাদা ।  তাই এই সেড ডাইং এর টলারেন্স রেঞ্জ বেশি তাই ১০০% ম্যাচিং না হলেও হবে শুধু টোন আর ডেপথ ঠিক থাকলেই হয়ে যাবে ।

কোন মন্তব্য নেই: