নীট কাপড় এর ফিনিশিং কস্টিং এবং ফিনিশিং চার্জ - Textile Lab | Textile Learning Blog

নীট কাপড় এর ফিনিশিং কস্টিং এবং ফিনিশিং চার্জ

ণীট কাপড় এর ফিনিশিং কস্টিং এবং ফিনিশিং চার্জ :

১. নরমাল ওয়াস
ওপেন ফিনিশিং: 25 Tk
টিউব ফিনিশিং  : 45 Tk

২. Single Enzyme
ওপেন ফিনিশিং: 8 Tk
টিউব ফিনিশিং  : N/A

৩. Double Enzyme
ওপেন ফিনিশিং: 15 Tk
টিউব ফিনিশিং  : N/A

৪. সিলিকন / Silicone [ সফট ফিনিশিং ]
ওপেন ফিনিশিং: 5 Tk
টিউব ফিনিশিং  : 5 Tk

৫. Only Stantaring
ওপেন ফিনিশিং: N/A
টিউব ফিনিশিং  : 20 Tk

৬. ONLY COMPACTING
ওপেন ফিনিশিং: 10 Tk
টিউব ফিনিশিং  : 15 Tk

৭. STANTER +CMPACTING
ওপেন ফিনিশিং: N/A
টিউব ফিনিশিং  : 32 Tk




কিছু  ইনফরমেশন :

১. ফেক্টরিতে নীট ডাইং এবং ওভেন ডাইং এর ক্ষত্রে মেশিন সম্পুর্ন আলাদা
ওপেন - স্লিটার, স্টেনটার, ওপেন কম্পেক্টর
টিউব - স্কুইজার,  ড্রায়ার, টিউব কম্পেটর
যেহেতু এখানে মেশিন ভিন্ন তাই ওপেন এবং টিউব এর ক্ষত্রে প্রসেস এবং কস্টিং আলাদা হবে।

২. N/A Stands For Not Available,  টিউব কাপড় তো স্টেনটার হয় না তাই টিউবে স্টেনটারিং চার্জ N/A.

৩. এনজাইম কখনো অপেন অবস্থায় করা হয় না একে টিউব করে নিতে হয়,  তাই এর ওপেন করার চার্জ N/A.

৪. সফেনার এর চার্জ সমান,  সিলিকন, নন আয়নিক,  ক্যাটায়নিক ।

৫. স্পেশাল ফিনিশিং হলে ক্যামিকেল কস্টিং,  টাইম এর উপর নেগোসিয়েশন করে কস্ট নির্ধারন করতে হয়,  এটি ফিক্সড না,  তবে নরমাল চার্জ এর এক্সট্রা চার্জ যোগ হবে।















কোন মন্তব্য নেই: