Ecru Color - এক্রু কালার সম্পর্কে জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
Ecru Color   এক্রু কালার

১. এই কালারটি  লাইট কালার।

২. এটি সাধারনত RFD কাপড় থেকে করা হয়,  যার হোয়াইট কম থাকে।  কাপড়  ব্লিচ না করে এই কালার করা যায়  অর্থাৎ কাপড় ডাইং না করে শুধু স্কাওরিং করে এই কালার করা যায়।

৩. এই কালার এর ডাইং কস্টিং সব চেয়ে কম।

৪. ডাইং এর সময়ে কাপড় এর ল্যাব রেসিপি এর সাথে ৩০% এডিশন লাগে।

৫. ওভেন কাপড়ে এই কালার স্টেনটারে করা যায় পিগমেন্ট দিয়ে।

৬. এই কালার আফটার ওয়াস সেড লাইট হওয়ার প্রবাবিলিটি ৬০%। সেড গুলি ওয়াস বা ফিনিশিং এর পর লাইট হয়ে তাই এই সেড স্টেন্ডার্ড এর সাথে ৫-১০% ডীপ  রেখে মেশিন থেকে নামাতে হয়।

৭. এই সেডে ফিনিশিং করার সময়ে স্পট পড়ার প্রবনতা বেশি।

৮. এক্র কালার কে বাংলায় ঘিয়া কালার বলে।

৯. অনেক সময় স্টেনটারে হিট দিয়ে কাপড় এর ইয়োলিশ করে এক্রু কালার করা যায়।

Ecru Color - এক্রু কালার সম্পর্কে জেনে নিন

Ecru Color   এক্রু কালার

১. এই কালারটি  লাইট কালার।

২. এটি সাধারনত RFD কাপড় থেকে করা হয়,  যার হোয়াইট কম থাকে।  কাপড়  ব্লিচ না করে এই কালার করা যায়  অর্থাৎ কাপড় ডাইং না করে শুধু স্কাওরিং করে এই কালার করা যায়।

৩. এই কালার এর ডাইং কস্টিং সব চেয়ে কম।

৪. ডাইং এর সময়ে কাপড় এর ল্যাব রেসিপি এর সাথে ৩০% এডিশন লাগে।

৫. ওভেন কাপড়ে এই কালার স্টেনটারে করা যায় পিগমেন্ট দিয়ে।

৬. এই কালার আফটার ওয়াস সেড লাইট হওয়ার প্রবাবিলিটি ৬০%। সেড গুলি ওয়াস বা ফিনিশিং এর পর লাইট হয়ে তাই এই সেড স্টেন্ডার্ড এর সাথে ৫-১০% ডীপ  রেখে মেশিন থেকে নামাতে হয়।

৭. এই সেডে ফিনিশিং করার সময়ে স্পট পড়ার প্রবনতা বেশি।

৮. এক্র কালার কে বাংলায় ঘিয়া কালার বলে।

৯. অনেক সময় স্টেনটারে হিট দিয়ে কাপড় এর ইয়োলিশ করে এক্রু কালার করা যায়।

কোন মন্তব্য নেই: