টেক্সটাইল মিলের কবুতর পালন ফেক্ট :
কবুতর কে অনেকে সৌভাগ্য বা শান্তির প্রতিক হিসেবে মানেন যার কারনে অনেক টেক্সটাইল মিলে দেখবেন , মালিক পক্ষ ইচ্ছে করে কবুতর লালন করে আমার দেখা দুটি ফেক্টরিতে কবুতর কে খুব যত্ন করতে দেখেছি
১. নীট কন্সার্ন লিমিটেড
২. ইন্ট্রামেক্স টেক্সটাইল লিমিটেড
৩. অনিব টেক্সটাইল
২. ইন্ট্রামেক্স টেক্সটাইল লিমিটেড
৩. অনিব টেক্সটাইল
এখানে নিয়ম অনুযায়ী কবুতর ঘুরে বেড়াবে চাইলে যেখানে সেখার তার প্রাকৃতিক কর্ম সারবে কিন্তু কেও কিছু বলতে পারবে না আর মারা সম্পুর্ন নিসিদ্ধ এর জন্য চাকুরী যাবে। অনেক সময় বায়ার দের দেখানোর জন্য এই গুলি রাখা হয়। মজার বিষয় কবুতর গুলি কাপড় নস্ট করে কম ওরা ইউটিলিটি লাইন আর ছাদের উপর থাকে।
এটি কুসংস্কার বলে মনে হলেও ফেক্টরির লোক দের জিজ্ঞেস করলেই এ কথাই বলবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন