পেপার টাচ ফিনিশিং বা হার্ড ফিনিশিং কি জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
পেপার টাচ ফিনিশিং কি 

কি:
ওভেন কাপড় কে সফেনার দিয়ে সফট করার পরিবর্তে কাপড় হার্ড করার ক্যামিকেল দিয়ে কাগজ এর মতো হার্ড করার প্রক্রিয়াকে পেপার টাচ ফিনিশিং বলে।
তবে এটি মাড় দেয়া নয় মাড় দেয়া ও হার্ড ফিনিশিং এর অন্তর্ভুক্ত।

ক্যামিকেলঃ
১. PVA Gum
২. Apritone
৩.  মেলামিন পাউডার

মেশিনঃ
১. স্টেনটার।

রেসিপিঃ
PVA Gum 60 g/l
Apritone 100 g/l

প্যারামিটার:
স্পিড- ২৫-৩০ মিটার
টেম্পারেচার- ১৭০ ডিগ্রী
প্রেসার -  ২-৩

মজার বিষয়ঃ
এর কাপড় হার্ড করার পর পেপার এর মতো শক্ত লাগে বিধায় একে পেপার টাচ বলে। কাপড়ে টোকা দিলে কাগজে টোকা দেয়ার মতো শব্দ হয় । অথবা কাপড় এর হেন্ড ফিল কাগজ এর মতো লাগে।

তথ্য:

১. সাধারনত পাতলা ওভেন কাপড় যেমন পপলিন কাপড়  গার্মেন্টসে কাটিং,  সুইং করতে অসুবিধা হয় তাই এই কাপড় গুলি হার্ড ফিনিশিং বা পেপার টাচ করে নেয়া হয়।

২. এপ্রিটন ক্যালসিয়াম অক্সাইড জাতীয় ক্যামিকেল,  এটি কাপড় কে বাতাস এবং তাপ এর সংপর্শে কাপড় কে হার্ড করে দেয়। এর এপিয়ারেন্স হোয়াইট পেস্ট এর মতো।

৩. পলি ভিনাইল এলকোহল PVA গাম এটি কাপড় কে হার্ড করে,  এর এপিয়ারেন্স ক্রিস্টাল এর মতো।

৪. পেপার টাচ করলে কাপড় এর সেড চেঞ্জ হয়ে যায় না তবে সেড ডার্কার ব্লুয়িশ হয়।

৫. গার্মেন্টস বানানোর পর গার্মেন্টস ওয়াস করে এই হার্ড ক্যামিকেল তুলে ফেলা হয়।

সতর্কতা
এপ্রিটন খালি হাতে ধরা যাবে না এতে হাত চুলকাবে,  হাত ফুলে যাবে।

পেপার টাচ ফিনিশিং বা হার্ড ফিনিশিং কি জেনে নিন

পেপার টাচ ফিনিশিং কি 

কি:
ওভেন কাপড় কে সফেনার দিয়ে সফট করার পরিবর্তে কাপড় হার্ড করার ক্যামিকেল দিয়ে কাগজ এর মতো হার্ড করার প্রক্রিয়াকে পেপার টাচ ফিনিশিং বলে।
তবে এটি মাড় দেয়া নয় মাড় দেয়া ও হার্ড ফিনিশিং এর অন্তর্ভুক্ত।

ক্যামিকেলঃ
১. PVA Gum
২. Apritone
৩.  মেলামিন পাউডার

মেশিনঃ
১. স্টেনটার।

রেসিপিঃ
PVA Gum 60 g/l
Apritone 100 g/l

প্যারামিটার:
স্পিড- ২৫-৩০ মিটার
টেম্পারেচার- ১৭০ ডিগ্রী
প্রেসার -  ২-৩

মজার বিষয়ঃ
এর কাপড় হার্ড করার পর পেপার এর মতো শক্ত লাগে বিধায় একে পেপার টাচ বলে। কাপড়ে টোকা দিলে কাগজে টোকা দেয়ার মতো শব্দ হয় । অথবা কাপড় এর হেন্ড ফিল কাগজ এর মতো লাগে।

তথ্য:

১. সাধারনত পাতলা ওভেন কাপড় যেমন পপলিন কাপড়  গার্মেন্টসে কাটিং,  সুইং করতে অসুবিধা হয় তাই এই কাপড় গুলি হার্ড ফিনিশিং বা পেপার টাচ করে নেয়া হয়।

২. এপ্রিটন ক্যালসিয়াম অক্সাইড জাতীয় ক্যামিকেল,  এটি কাপড় কে বাতাস এবং তাপ এর সংপর্শে কাপড় কে হার্ড করে দেয়। এর এপিয়ারেন্স হোয়াইট পেস্ট এর মতো।

৩. পলি ভিনাইল এলকোহল PVA গাম এটি কাপড় কে হার্ড করে,  এর এপিয়ারেন্স ক্রিস্টাল এর মতো।

৪. পেপার টাচ করলে কাপড় এর সেড চেঞ্জ হয়ে যায় না তবে সেড ডার্কার ব্লুয়িশ হয়।

৫. গার্মেন্টস বানানোর পর গার্মেন্টস ওয়াস করে এই হার্ড ক্যামিকেল তুলে ফেলা হয়।

সতর্কতা
এপ্রিটন খালি হাতে ধরা যাবে না এতে হাত চুলকাবে,  হাত ফুলে যাবে।

কোন মন্তব্য নেই: