ওভেন কাপড়ে পলি করার কারন :
সাধারনত ওভেন ডাইং এর কন্টিনিউয়াস কোল্ড প্যাড ব্যাচ ডাইং মেশিনে ডাইং শেষে কাপড় কে পলি দিয়ে ঢেকে রাখা হয় বা পলি দিয়ে সেপারেট করা হয়।
কারন :
১. কন্টিনিউয়াস প্রসেস এ কাপড় এর ডাইজ পিক আপ ৭৫% তাই কাপড় তার নিজ ওজনে ৭৫ ভাগ পানি থাকে এবং তা ১২ ঘন্টা রোটেশনে থাকে, এই রোটেশনে থাকা কালিন সময় ডাই লিকার যেনো ফ্লোরে না পড়ে তার জন্য ডাইড ফেব্রিক পলি করা থাকে।
২. রোটেশনে থাকার সময় পলি না থাকলে ময়লা বা ডাই লিকার ছিটিয়ে অন্য ব্যাচারে পড়তে পারে তাই এই পলি দেয়া থাকে।
৩. ডাইং করা কাপড় পলি না দিলে কাপড় ১২ ঘন্টা রোটেশনে কাপড় এর উপরি ভাগে ডাই লিকার শুকিয়ে সেড লাইট হয়ে যায়। তাই এই পলি করা হয়।
৪. ডাইং এর সময় দুই থেকে তিন টি কালার এক ব্যাচারে দিতে হয় এর প্রতিটা পলি দিয়ে সেপারেট করে দেয়া হয় যাতে একটির ডাই লিকার অন্যটিতে প্রবেশ না করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন