ব্লস প্রিন্টিং
প্রিন্টিং এর সময় কিছু প্রিন্টিং এর রোলার এর ভেতরে নির্দস্ট কোন ডিজাইন থাকে না স্ক্রিন এর উপর কোন প্রলেপ থাকেন মেশ ১০০% ওপেন থাকে যার ফলে প্রিন্টিং পেস্ট কাপড় এর কভারেজ ১০০% পায় এই ধরনের প্রিন্টিং কে ব্লস বা ডিজাইন ছাড়া প্রিন্টিং বলে।
তথ্য:
১. কিছু সময় কাপড় এর উপরে ফরেন ফাইবার থাকে যা বেছে বেছে তুলে ফেলা সম্ভব হয় না তাই তাকে ঢেকে দেয়ার জন্য ফেব্রিক এর গ্রাউন্ড কালার এর সাথে নিলিয়ে পেস্ট তৈরি করে তা দিয়ে কাপড় এর উপর ব্লস প্রিন্টিং করে দেয়া হয় এতে কাপড় এর ফাইবার গুলি আর চোখে পড়েনা।
২. কিছু সময় আছে সেড স্টেন্ডার্ড এর সাথে ম্যাচিং করা যায় না, তখন ব্লস করে সেড স্টেন্ডার্ড এর সাথে ম্যাচিং করা হয় ।
৩. কাপড় এ ব্লস করা হয়েছে এ বোঝার উপায় হচ্ছে কাপড় এর স্টিফিনেস , ব্লস করলে কাপড় হার্ড হয়ে যায়।
৪. ব্লস করলে কাপড় এর ফেইস ব্যাক আলাদা ভাবে ডিটেক্ট করা যায় ফেইস সব সময় ডিপ আর ব্যাক লাইট থাকে।
চিত্রে:
বেইজ কালার এর কাপড়ে নেভি কালারের ব্লস প্রিন্টিং করা হয়েছে, নেই কালার কাপড় এর ১০০% এরিয়া জুড়ে রয়েছে, এখানে নেভি কালার এর কোন ডিজাইন নেই।
বেইজ কালার এর কাপড়ে নেভি কালারের ব্লস প্রিন্টিং করা হয়েছে, নেই কালার কাপড় এর ১০০% এরিয়া জুড়ে রয়েছে, এখানে নেভি কালার এর কোন ডিজাইন নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন