সাইনিং মার্ক
ডাইং ফিনিশিং এর পরে কাপড় থেকে গার্মেন্টস বানানোর পর কাপড়ে ফ্রিকশনাল কিছু মার্ক দেখে যায় এইগুলি কালার লেস কিন্ত সাইনি এদের সাইনিং মার্ক বলে । গার্মেন্টস এর ফিনিশিং এর পর ডিপ সেড গুলিতে একসোসরিস আর ঘর্ষনে এই উটকো সমস্যা হয়।
এটি দুর করার উপায়
১. কাপড় ডাইং শেষে মেশিন থেকে আনলীড এর সময় ভালো করে ওয়াসিং করে আন ফিক্স ডাইজ দুর করতে হবে।
২. কাপড়কে অবশ্যাই এসিড ওয়াস করে নিউট্রাল করে নিতে হবে।
৩. ক্যাটায়নিক সফেনার ব্যাবহার করার সময় এন্টি ফোম ব্যাবহার করতে হবে, সফেনার এর ব্রেন্ড চেঞ্জ করতে হবে, সিলিকন ব্যাবহার করে দেখাযেতে পারে।
৪. কাপড় ফোল্ডিং এর সময় টিস্যু ব্যাবহার করে ফোল্ডিং করতে হবে।
৫. মার্ক পড়া যায়গায় পানি দিয়ে মুছে ফেলে শুকিয়ে সাময়িক সমস্যা সমাধান করা যায়।
৬. কাপড় পিচ বা সুইডিং থাকলে তার উপর প্রেশার পড়লে এই সাইনিং ইফেক্ট দেখা যায়। এটি ভিজুয়াল সমস্যা ফল্ট না।
নোট : কাপড় কাটিং গার্মেন্টস হয়ে গেলে এক বার রি ওয়াস করে নেয়া যেতে পারে, এই কারনেই ব্যাচ এর সেড এপ্রুভ করার আগে রাবিং ওয়াস ফাস্টনেস দেখে নেয়া যেতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন