হাতে ধরে কাপড় এর GSM বলতে পারা :
আমার একটা ইচ্ছে ছিলো কাপড় হাতে ধরে যেনো তার GSM কতো বুঝতে পারি।
এর জন্য একটি ছোট উপায় পালন করেছি, যদিও এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই :
প্রক্রিয়াঃ
১. প্রথমে বিভিন্ন GSM এর কাপড় ফ্লোর থেকে কালেক্ট করুন।
২. কাপড় গুলি ফেব্রিক টাইপ অনুযায়ী আলাদা করুন। যেমন: SJ, Interlock, Rib, Terry.
৩. এরপর কাপড় গুলি আলাদা করে GSM এর ক্রম অনুসারে সাজিয়ে সোয়াচ বোর্ডে লাগান।
সিরিয়াল এমন যেনো হয় : 110,140,150,160,180,200,220,300,400
৪. এর পর কাপড় কেটে লাগানোর পর সব গুলি বোর্ডের সাথে লাগিয়ে নিন।
৫. কাপড় এর ব্যাক সাইডে তার GSM কলম দিয়ে লিখুন যেনো উপর থেকে দেখা না যায়।
৬. প্রতি নিয়ত কাপড় গুলি হাতে নিয়ে বা দুই আংগুল দিয়ে এর থিকনেস মাপুন। সাথে সাথে এর GSM চোখ দিয়ে দেখে নিন। এই ভাবে কিছু দিন করার পর আপনার অভ্যাস হয়ে যাবে। তখন কাপড়ে হাত দিলে আপনার ব্রেইন ঈ বলে দেবে এর GSM কতো। কারন মানুষ এর হাত আর হেন্ডফিল এক ধরনের সেন্সর।
নোট:
এটি মার্চেন্ডাইজার, কোয়ালিটির, ডাইং, ফেব্রিক, কাটিং, গার্মেন্টস লোক দের জন্য প্রয়োজনীয় কারন অনেক সময় তাদের GSM কাটার ছাড়াই তাদের গার্মেন্টস চেক করতে হয়, সেক্ষত্রে যদি অনুমান শক্তি ভালো হয় তবে আপনাদের কাজ করতে সুবিধে হবে।চাইলে স্টুডেন্ট রা এখন থেকে করতে পারো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন