সিলিকন সফেনার কি এবং এর কাজ জেনে নিন | Silicone Softener - Textile Lab | Textile Learning Blog

সিলিকন সফেনার কি এবং এর কাজ জেনে নিন | Silicone Softener

সিলিকন সফেনার

১. সবচেয়ে বেশি দাঘ প্রবন সফেনার এটি।

২. এটি দিয়ে চালানোর সময় অনেক ফোন ক্রিয়েট হয় মেশিনে।

৩. কটন,  পলিস্টার,  ভিসকোস যে কোন ব্লেন্ড আইটেমে এটি ব্যাবহার করা যায়।

৪. এটি দিয়ে কাপড় এর সাইনিং বাড়ানো যায়।

৫. তবে এ দ্বারা ফিনিশিং করলে কাপড় এর এব্জরবেন্সি কমে যায়।

৬. দাম ১১০ টাকা কেজি । 

৭. এটি হাইড্রোফোবিক সফেনার।

৮. এই সফেনার ড্রামে করে লিকুইড ফর্মে বাইরের থেকে আসে,  এর সলিউশন অনেকটাই ক্লিয়ার প্রায় পানির মতো।

কোন মন্তব্য নেই: