সিটিং কাপড় ডাইং এবং সেড দেখার নিয়ম, জেনে রাখুন !! - Textile Lab | Textile Learning Blog
পকেটিং এর কাপড় বা সিটিং কাপড় এর সেড দেখা বা মিলানোর নিয়ম :

প্যান্ট এর পকেট তৈরি করা হয় এক ধরনের পাতলা কাপড় দিয়ে এই ধরনের কাপড় কে সিটিং বা পকেটিং এর কাপড় বলে
কন্সট্রাকশন : ৬০x৬০/২০x২০
কম্পোজিশন :  ১০০% কটন

ডাইং :
এই কাপড় ডাইং করতে হয় সেল কাপড় বা বডি ফেব্রিক এর সাথে ( টুইল, সাটিন, কেনভাস)  এই ডাইং রেসিপিতে ।
এই কাপড় গুলি মার্সারাইজেশন করা হয় না সরা সরি ব্লিচ করা কাপড় থেকে করা হয়,  তাই এর ডাই পিক আপ সেল ফেব্রিক এর তুলনায় কম।  এটি সেল এর তুলনায় লাইট হয়ে যায় ওয়াস এর পর ।

DTM- Dye To Match
পকেটিং এর কাপড় সেল এর সাথে মিলিয়ে করতে হয় আবার সেল মিলাতে হয় ল্যাব ডিপ এর সাথে। এক কথায় সেল এর সাথে পকেটিং এর মিলিয়ে দেয়া কে ডাই টু ম্যাচ উইথ সেল বলে।

সেড দেখা :
পকেটিং এর কাপড় দেখতে হবে ওই সেল ফেব্রিক এর ব্যাক সাইডের সাথে,  কখনো এর ফেস এর সাথে মিলানো যাবে না। কারন প্যান্ট এর ভেতরে পকেট থাকে,  বায়ার জখন উল্টে প্যান্ট চেক করবে সে বডি ফেব্রিক এর ব্যাক সাইডের সাথে মিলিয়ে দেখবে।

Width :
Standard Width হতে হবে ৫৪"





সিটিং কাপড় ডাইং এবং সেড দেখার নিয়ম, জেনে রাখুন !!

পকেটিং এর কাপড় বা সিটিং কাপড় এর সেড দেখা বা মিলানোর নিয়ম :

প্যান্ট এর পকেট তৈরি করা হয় এক ধরনের পাতলা কাপড় দিয়ে এই ধরনের কাপড় কে সিটিং বা পকেটিং এর কাপড় বলে
কন্সট্রাকশন : ৬০x৬০/২০x২০
কম্পোজিশন :  ১০০% কটন

ডাইং :
এই কাপড় ডাইং করতে হয় সেল কাপড় বা বডি ফেব্রিক এর সাথে ( টুইল, সাটিন, কেনভাস)  এই ডাইং রেসিপিতে ।
এই কাপড় গুলি মার্সারাইজেশন করা হয় না সরা সরি ব্লিচ করা কাপড় থেকে করা হয়,  তাই এর ডাই পিক আপ সেল ফেব্রিক এর তুলনায় কম।  এটি সেল এর তুলনায় লাইট হয়ে যায় ওয়াস এর পর ।

DTM- Dye To Match
পকেটিং এর কাপড় সেল এর সাথে মিলিয়ে করতে হয় আবার সেল মিলাতে হয় ল্যাব ডিপ এর সাথে। এক কথায় সেল এর সাথে পকেটিং এর মিলিয়ে দেয়া কে ডাই টু ম্যাচ উইথ সেল বলে।

সেড দেখা :
পকেটিং এর কাপড় দেখতে হবে ওই সেল ফেব্রিক এর ব্যাক সাইডের সাথে,  কখনো এর ফেস এর সাথে মিলানো যাবে না। কারন প্যান্ট এর ভেতরে পকেট থাকে,  বায়ার জখন উল্টে প্যান্ট চেক করবে সে বডি ফেব্রিক এর ব্যাক সাইডের সাথে মিলিয়ে দেখবে।

Width :
Standard Width হতে হবে ৫৪"





কোন মন্তব্য নেই: