আমরা চেস্ট প্রিন্ট আর অল ওভার প্রিন্ট এর মাজে পার্থক্য জেনে নেই :
চেস্ট প্রিন্ট : আমার গেঞ্জির ফ্রন্টে জে প্রিন্ট আছে তাকে চেস্ট প্রিন্ট বলি কারন, এই প্রিন্ট টি করা হয় গার্মেন্টস তৈরি করার পর তার শুধু চেস্ট এর মাঝে প্রিন্ট করা হয়।
মেশিন : অক্টোপাস প্রিন্টিং মেশিন
অল ওভার প্রিন্টিংঃ
আমার হাতের টুকরো কাপড় এর দিকে লক্ষ করলে দেখবেন তার পুরো পৃিস্টে প্রিন্ট করা বা প্রিন্ট কভারেজ পুরো কাপড়ে তাই একে অল অভার প্রিন্টিং বলে
মেশিন : রোলার প্রিন্টিং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন