ইয়ার্ন ডাইং করা কাপড়ের কোয়ালিটি চেক করার নিয়ম | Yarn Dyed Fabric Inspection - Textile Lab | Textile Learning Blog
ইয়ার্ন ডাইং করা কাপড় এর কিছু টুক টাক  বিষয়  জেনে নিন  :


১. এই কাপড় এর প্রতিটা কালার এর সেড আলাদা ভাবে মিলিয়ে নিন। যেমন : ব্লাক,  অফ হোয়াইট,  লেইলাক আলাদা করে এপ্রুভ সোয়াচ এর সাথে মিলিয়ে নিন.

২. ডিজাইন এর রিপিট মেপে দেখুন।

৩. বোইং আছে কিনা দেখুন,  ইয়ার্ন ডাইং এর জন্য রোইং গ্রহনযোগ্য নয় ।

৪. GSM  কেমন আছে দেখুন।

৫. হেন্ড ফিল চেক করুন।

৬. ভিজুয়াল ফল্ট আছে কিনা দেখুন। যেমন: হেয়ারিনেস,  নেপ্স ইত্যাদি।

৭. এই কাপড়ে অনেক রিস্ক,  পার্টি বা প্রডাকশন থেকে কাপড় এনে ওয়াস ফাস্টনেস টেস্ট করান দেখুন কালার ব্লিড করে কিনা।  কালার ব্লিড করলে কাপড় চলবে না।


৮. কোর্স গুলি মাপতে হবে,  বায়ার অনেক সময় কোর্স এর পরিমান দিয়ে দেয়।





ইয়ার্ন ডাইং করা কাপড়ের কোয়ালিটি চেক করার নিয়ম | Yarn Dyed Fabric Inspection

ইয়ার্ন ডাইং করা কাপড় এর কিছু টুক টাক  বিষয়  জেনে নিন  :


১. এই কাপড় এর প্রতিটা কালার এর সেড আলাদা ভাবে মিলিয়ে নিন। যেমন : ব্লাক,  অফ হোয়াইট,  লেইলাক আলাদা করে এপ্রুভ সোয়াচ এর সাথে মিলিয়ে নিন.

২. ডিজাইন এর রিপিট মেপে দেখুন।

৩. বোইং আছে কিনা দেখুন,  ইয়ার্ন ডাইং এর জন্য রোইং গ্রহনযোগ্য নয় ।

৪. GSM  কেমন আছে দেখুন।

৫. হেন্ড ফিল চেক করুন।

৬. ভিজুয়াল ফল্ট আছে কিনা দেখুন। যেমন: হেয়ারিনেস,  নেপ্স ইত্যাদি।

৭. এই কাপড়ে অনেক রিস্ক,  পার্টি বা প্রডাকশন থেকে কাপড় এনে ওয়াস ফাস্টনেস টেস্ট করান দেখুন কালার ব্লিড করে কিনা।  কালার ব্লিড করলে কাপড় চলবে না।


৮. কোর্স গুলি মাপতে হবে,  বায়ার অনেক সময় কোর্স এর পরিমান দিয়ে দেয়।





1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

বোয়িং টা কি ? এটা বুঝতে পারি নি।