ল্যাব ডিপ করবেন যে ভাবে | Lab Dip - Textile Lab | Textile Learning Blog
ল্যাব ডিপঃ

আমাদের ল্যাব ডিপ করার জন্য প্রথমে টার্গেট সেড এর সম সাময়িক একটি সেড বাছাই করি।  এই সেড এর ভেতরে টের্গেট সেড এর টোন অনু যায়ী ডাইজ এড করে তাকে টার্গেট সেড এর সাথে এগিয়ে নিয়ে যাই।

বেখ্যা
আমাদের বায়ার কলার রেফারেন্স হিসেবে পেণ্টণ নাম্বার 18-1756 Tex দিয়ে দেয়া।  কিন্তু এই কলার আগে আমরা কখনোই করি নাই ।  আমাদের টার্গেট সেড এর সাথে মিল থাকা একমাত্র সেড হলো অরেঞ্জ.  তাই আমরা ওই অরেঞ্জ এর উপরে ২০% রেড বাড়াইয়া কালার দিয়ে করলাম প্রথম সেড।
তার পরো কাছা কাছি না আসায় তাতে ইয়োলো বাডানো হয়।  এই ভাবে একটি রেফারেন্স এর উপরে কারুকার্য করে প্রতিটি সেড মিলানো হয়। 

কালার বাড়ানো নিয়ম হলো % করে যেমন ৫গ্রাম এর রেড থাকলে তাকে আরো ২০% রেডিশ করতে ক্যাল্কুলেটরে ৫ এর ২০% যতো হয় তা ৫ এর সাথে যোগ করতে হবে :)

ল্যাব ডিপ করবেন যে ভাবে | Lab Dip

ল্যাব ডিপঃ

আমাদের ল্যাব ডিপ করার জন্য প্রথমে টার্গেট সেড এর সম সাময়িক একটি সেড বাছাই করি।  এই সেড এর ভেতরে টের্গেট সেড এর টোন অনু যায়ী ডাইজ এড করে তাকে টার্গেট সেড এর সাথে এগিয়ে নিয়ে যাই।

বেখ্যা
আমাদের বায়ার কলার রেফারেন্স হিসেবে পেণ্টণ নাম্বার 18-1756 Tex দিয়ে দেয়া।  কিন্তু এই কলার আগে আমরা কখনোই করি নাই ।  আমাদের টার্গেট সেড এর সাথে মিল থাকা একমাত্র সেড হলো অরেঞ্জ.  তাই আমরা ওই অরেঞ্জ এর উপরে ২০% রেড বাড়াইয়া কালার দিয়ে করলাম প্রথম সেড।
তার পরো কাছা কাছি না আসায় তাতে ইয়োলো বাডানো হয়।  এই ভাবে একটি রেফারেন্স এর উপরে কারুকার্য করে প্রতিটি সেড মিলানো হয়। 

কালার বাড়ানো নিয়ম হলো % করে যেমন ৫গ্রাম এর রেড থাকলে তাকে আরো ২০% রেডিশ করতে ক্যাল্কুলেটরে ৫ এর ২০% যতো হয় তা ৫ এর সাথে যোগ করতে হবে :)

কোন মন্তব্য নেই: