ওভেন ডাইং এর কস্টিং বের করার কিছু নিয়ম বা বিষয় জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
ডাইং চার্জ
ওভেন কাপড় এর ডাইং ফিনিশিং চার্জ এবং কস্টিং এর কিছু বিষয়ঃ

১. ওভেন কাপড় এর প্রিট্রিটমেন্ট আর চার্জ ২২ টাকা  পার মিটার আর এটি সব কাপড় এর জন্য একই,  প্রিট্রিটমেন্ট এর আওতায় যে সেবা পাচ্ছেন তা হলো সিনজিং,  ডিসাইজিং,  ব্লিচ,  মার্সারাইজেশন ।

২. হোয়াইট কাপড় এর চার্জ ২২ টাকা মিটার,  আর এই ২২ টাকার ভেতরে ফিনিশিং চার্জ ইনক্লুড করা,  হোয়াইট জিগারে করা হয় আর এর জন্য ডাইজ লাগে না তাই এর প্রাইস কম।

৩. ওভেন কাপড় যদি পিচ করে তুলতুলে করতে চান তবে আপনাকে সাড়ে চার টাকা মিটার প্রতি গুনতে হবে।

৪. এনি ব্লাক বা ডিপ সেড এর জন্য মিটার প্রতি রেইট ৩২ টাকা আর এভেতরে ফিনিশিং চার্জ ও জড়িত।

৫. ফ্লোরোসেন্ট ডাইজের দাম অনেক বেশি তাই এর জন্য আপনাকে মিটার প্রতি ৩৬,৩৮,৪০ টাকা কালার এর প্রকার ভেদে গুনতে হতে পারে।

৬. যে কোন লাইট কালার এর জন্য ডাইং ফিনিশিং চার্জ ২৬-২৮ টাকা এর ভেতরে।

৭. প্রতিমিটার কাপড় ওয়াসিং করবেন ২-৪ টাকা মিটার পিছু ধরে রাখুন।

৮. কাপড় ব্রাশিং হবে,  করা যাবে প্রাইস ৬ টাকা প্রতি মিটার।

৯. স্টেন্টারে যাই করুন চার্জ ৮ টাকা প্রতি মিটার।

১০. RFD Ready for dyeing করার জন্য আপনাকে ১৮ টাকা প্রতি মিটার দিতে হবে যে সুবিধা থাকছে কাপড় প্রিট্রিটমেন্ট + ওয়াসিং স্টেনন্টার ফিনিশিং।

১১. স্টেনন্টারে পিগমেন্ট কালার ডাইং করতে রিয়েক্টিভ এর সমান প্রাইস দিতে হয়। ৩২ টাকা পার মিটার।

১২. TC কাপড় ডাইং চার্জ ১৫ টাকা পার মিটার।

১৩. পকেটের কাপড় ৬০X৬০/২০X২০ কনস্ট্রাকশন এর কাপড় এর চার্জ ১৮ টাকা মিটার

কস্টিং যারা করেন:
ডাইং ফিনিশিং এর চার্জ নির্ধারন করেন
১. মালিক/ MD
২. জেনারেলে ম্যানেজার
৩. মার্কেটিং ম্যানেজার

যারা টাকা লেনদেন করেন:
১. LC এর মাধ্যমে কাজ করানো হলে এটি কমার্সিয়াল ডিপার্টমেন্ট দেখে।
২. লোকাল পার্টির কাজ হলে তা হেন্ড ক্যাশে পেমেন্ট হয় আর তা নেই একাউন্টস ডিপার্টমেন্ট।
৩. প্রাইস ওয়ার্ক ওর্ডার এর ভেতরে GM লিখে দেন,  উনি যা দেয় তাই হিসেব করে মুল্য নির্ধারন করা হয়।

পেমেন্ট ব্যাবস্থা:
১. হেন্ড ক্যাশ
২. চেক
৩. LC

কি ভাবে কাজ করাবেন:
প্রথমে ফেক্টরি GM বা ডাইং GM এর সাথে প্রাইস আর টাইম কোয়ালিটি নিয়ে কথা বলুন দাম আর যদি প্রসেস ওই ফেক্টরি করতে পারে তাহলে গ্রে কাপড় আর সাথে ওয়ার্ক অর্ডার পাঠিয়ে দিন GM বরাবর,  পরবর্তীতে কাপড় ফিনিশিং এবং সেড ওকে হলে পেমেন্ট করে ডেলিভারি নিয়ে আসুন।

প্রাইস এর সুবিধা আসুবিধে:

১. কাপড় এর ভলিউম যদি বেশি হয় তবে প্রাইস কমাতে পারবেন আর তখন স্যাম্পল করা ফ্রি।

২. ছোট পরিমান কাপড় হলে প্রাইস কমানো হয় না।

৩. কোন ফিনিশিং করা কাপড় যদি বাকিতে আনতে চান তবে ফিনিশিং করা কাপড় এর সম পরিমান গ্রে কাপড় তাদের কাছে জমা থাকলে তারা কাপড় বাকিতে বের করতে পারবেন।

৪. মনে রাখবেন অফ সেড আর ছোট ছোট কাপড় এর লেফট ওভার এর চার্জ,  ফ্রেশ ডাইং চার্জ এর অর্ধেক বা একে হাফ বিল বলে।

৫. ফেক্টরিতে কাপড় ডাইং করতে গিয়ে নস্ট হলে তা হাফ বিল দিয়ে নিয়ে যেতে পারবেন আপনাকে ফুল পেমেন্ট করতে হবে না ।
 
৬. কাজ করাতে হলে ডাইং GM এর রেফারেন্সে করার এতে কাজ দ্রুত আর প্রাইস নেগোসিয়েশন এর সুযোগ পাবেন।

৭. মার্কেটিং এর রেফারেন্সে গেলে ফ্লোরে যাওয়ার সুযোগ আর প্রাইস নেগোসিয়েশন করতে পারবেন না।

প্রাইস কিভাবে নির্ধারন করা হয়: 
প্রাইস দেয়ার সময় টেকনিক্যাল বিষয় ছাড়াও কিছু নন টেকনিক্যাল ফেক্ট এর সাথে জড়িত প্রাইস করতে ডাই ক্যামিকেল ছাড়াও ফেক্টরির ওভার হেড চার্জ,  সেড এর ভাড়া এর সাথে এড করে দেয়া প্রতি মিটার কাপড় এর গজ পিছু ওভার হেড কস্ট ১২ টাকা করে ধরে এর সাথে প্রসেস কস্ট এবং প্রফিট এড করে কস্টিং করা হয়।

লোকাল Vs এক্সপোর্ট:
লোকাল ফেক্টরির প্রাইস এক্সপোর্ট এর তুলানায় কম এবং লোকাল এর কোয়ালিটি এক্সপোর্ট এর তুলনায় খারাপ তাই বায়ার বুঝে ফেক্টরি চুজ করতে হবে।


ওভেন ডাইং এর কস্টিং বের করার কিছু নিয়ম বা বিষয় জেনে নিন

ডাইং চার্জ
ওভেন কাপড় এর ডাইং ফিনিশিং চার্জ এবং কস্টিং এর কিছু বিষয়ঃ

১. ওভেন কাপড় এর প্রিট্রিটমেন্ট আর চার্জ ২২ টাকা  পার মিটার আর এটি সব কাপড় এর জন্য একই,  প্রিট্রিটমেন্ট এর আওতায় যে সেবা পাচ্ছেন তা হলো সিনজিং,  ডিসাইজিং,  ব্লিচ,  মার্সারাইজেশন ।

২. হোয়াইট কাপড় এর চার্জ ২২ টাকা মিটার,  আর এই ২২ টাকার ভেতরে ফিনিশিং চার্জ ইনক্লুড করা,  হোয়াইট জিগারে করা হয় আর এর জন্য ডাইজ লাগে না তাই এর প্রাইস কম।

৩. ওভেন কাপড় যদি পিচ করে তুলতুলে করতে চান তবে আপনাকে সাড়ে চার টাকা মিটার প্রতি গুনতে হবে।

৪. এনি ব্লাক বা ডিপ সেড এর জন্য মিটার প্রতি রেইট ৩২ টাকা আর এভেতরে ফিনিশিং চার্জ ও জড়িত।

৫. ফ্লোরোসেন্ট ডাইজের দাম অনেক বেশি তাই এর জন্য আপনাকে মিটার প্রতি ৩৬,৩৮,৪০ টাকা কালার এর প্রকার ভেদে গুনতে হতে পারে।

৬. যে কোন লাইট কালার এর জন্য ডাইং ফিনিশিং চার্জ ২৬-২৮ টাকা এর ভেতরে।

৭. প্রতিমিটার কাপড় ওয়াসিং করবেন ২-৪ টাকা মিটার পিছু ধরে রাখুন।

৮. কাপড় ব্রাশিং হবে,  করা যাবে প্রাইস ৬ টাকা প্রতি মিটার।

৯. স্টেন্টারে যাই করুন চার্জ ৮ টাকা প্রতি মিটার।

১০. RFD Ready for dyeing করার জন্য আপনাকে ১৮ টাকা প্রতি মিটার দিতে হবে যে সুবিধা থাকছে কাপড় প্রিট্রিটমেন্ট + ওয়াসিং স্টেনন্টার ফিনিশিং।

১১. স্টেনন্টারে পিগমেন্ট কালার ডাইং করতে রিয়েক্টিভ এর সমান প্রাইস দিতে হয়। ৩২ টাকা পার মিটার।

১২. TC কাপড় ডাইং চার্জ ১৫ টাকা পার মিটার।

১৩. পকেটের কাপড় ৬০X৬০/২০X২০ কনস্ট্রাকশন এর কাপড় এর চার্জ ১৮ টাকা মিটার

কস্টিং যারা করেন:
ডাইং ফিনিশিং এর চার্জ নির্ধারন করেন
১. মালিক/ MD
২. জেনারেলে ম্যানেজার
৩. মার্কেটিং ম্যানেজার

যারা টাকা লেনদেন করেন:
১. LC এর মাধ্যমে কাজ করানো হলে এটি কমার্সিয়াল ডিপার্টমেন্ট দেখে।
২. লোকাল পার্টির কাজ হলে তা হেন্ড ক্যাশে পেমেন্ট হয় আর তা নেই একাউন্টস ডিপার্টমেন্ট।
৩. প্রাইস ওয়ার্ক ওর্ডার এর ভেতরে GM লিখে দেন,  উনি যা দেয় তাই হিসেব করে মুল্য নির্ধারন করা হয়।

পেমেন্ট ব্যাবস্থা:
১. হেন্ড ক্যাশ
২. চেক
৩. LC

কি ভাবে কাজ করাবেন:
প্রথমে ফেক্টরি GM বা ডাইং GM এর সাথে প্রাইস আর টাইম কোয়ালিটি নিয়ে কথা বলুন দাম আর যদি প্রসেস ওই ফেক্টরি করতে পারে তাহলে গ্রে কাপড় আর সাথে ওয়ার্ক অর্ডার পাঠিয়ে দিন GM বরাবর,  পরবর্তীতে কাপড় ফিনিশিং এবং সেড ওকে হলে পেমেন্ট করে ডেলিভারি নিয়ে আসুন।

প্রাইস এর সুবিধা আসুবিধে:

১. কাপড় এর ভলিউম যদি বেশি হয় তবে প্রাইস কমাতে পারবেন আর তখন স্যাম্পল করা ফ্রি।

২. ছোট পরিমান কাপড় হলে প্রাইস কমানো হয় না।

৩. কোন ফিনিশিং করা কাপড় যদি বাকিতে আনতে চান তবে ফিনিশিং করা কাপড় এর সম পরিমান গ্রে কাপড় তাদের কাছে জমা থাকলে তারা কাপড় বাকিতে বের করতে পারবেন।

৪. মনে রাখবেন অফ সেড আর ছোট ছোট কাপড় এর লেফট ওভার এর চার্জ,  ফ্রেশ ডাইং চার্জ এর অর্ধেক বা একে হাফ বিল বলে।

৫. ফেক্টরিতে কাপড় ডাইং করতে গিয়ে নস্ট হলে তা হাফ বিল দিয়ে নিয়ে যেতে পারবেন আপনাকে ফুল পেমেন্ট করতে হবে না ।
 
৬. কাজ করাতে হলে ডাইং GM এর রেফারেন্সে করার এতে কাজ দ্রুত আর প্রাইস নেগোসিয়েশন এর সুযোগ পাবেন।

৭. মার্কেটিং এর রেফারেন্সে গেলে ফ্লোরে যাওয়ার সুযোগ আর প্রাইস নেগোসিয়েশন করতে পারবেন না।

প্রাইস কিভাবে নির্ধারন করা হয়: 
প্রাইস দেয়ার সময় টেকনিক্যাল বিষয় ছাড়াও কিছু নন টেকনিক্যাল ফেক্ট এর সাথে জড়িত প্রাইস করতে ডাই ক্যামিকেল ছাড়াও ফেক্টরির ওভার হেড চার্জ,  সেড এর ভাড়া এর সাথে এড করে দেয়া প্রতি মিটার কাপড় এর গজ পিছু ওভার হেড কস্ট ১২ টাকা করে ধরে এর সাথে প্রসেস কস্ট এবং প্রফিট এড করে কস্টিং করা হয়।

লোকাল Vs এক্সপোর্ট:
লোকাল ফেক্টরির প্রাইস এক্সপোর্ট এর তুলানায় কম এবং লোকাল এর কোয়ালিটি এক্সপোর্ট এর তুলনায় খারাপ তাই বায়ার বুঝে ফেক্টরি চুজ করতে হবে।


কোন মন্তব্য নেই: