ফেব্রিক অফ সেড কি জেনে নিন | Fabric Off Shade - Textile Lab | Textile Learning Blog
অফ সেড কি

একটি ব্যাচ ডাইং করতে গেলে সব কাপড় যে এপ্রুভাল এর সাথে ১০০% মিলে যায় তা ঠিক নয় কিছু হুবোহু মিলে যায়,  কিছুর হালকা পার্থক্য থাকে, আর কিছু কিছু টোন একে বারেই স্টেন্ডার্ড / এপ্রুভাল এর দারে কাছে থাকে না এদের আমরা অফ সেড বলি।

অফ সেড গুলি কে রীডাকশন করে বা স্ট্রিপ করে একে সেড মিলিয়ে দিতে হয়, অফ সেড হলেও কাপড় নস্ট করা যাবে না কারন ডাইং এর কালার অনুযায়ী হিসেব করে কাপড় দেয়া হয় তাই অফ সেড ও এই হিসেবের আওতাভুক্ত।

ছবি
ছবিতে আমাদের একটা অফ সেড এর রোলএর কাপড় কেটে ডেলিভারি করা সেড এর সাথে মিলিয়ে দেখা হচ্ছে,  সাথে সাথে কি প্রক্রিয়ায় এটি ঠিক করা হবে তা নির্ধারন করা হচ্ছে । আমাদের এই অফ সডে ব্লু বেশি ছিলো তাই আমরা একে হট ওয়াস করেছি লিকুইড ডিটারজেন্ট দিয়ে হাল্কা ব্লু কাটার পর সেড টি ওকে হয়ে গিয়েছিলো।

ফেব্রিক অফ সেড কি জেনে নিন | Fabric Off Shade

অফ সেড কি

একটি ব্যাচ ডাইং করতে গেলে সব কাপড় যে এপ্রুভাল এর সাথে ১০০% মিলে যায় তা ঠিক নয় কিছু হুবোহু মিলে যায়,  কিছুর হালকা পার্থক্য থাকে, আর কিছু কিছু টোন একে বারেই স্টেন্ডার্ড / এপ্রুভাল এর দারে কাছে থাকে না এদের আমরা অফ সেড বলি।

অফ সেড গুলি কে রীডাকশন করে বা স্ট্রিপ করে একে সেড মিলিয়ে দিতে হয়, অফ সেড হলেও কাপড় নস্ট করা যাবে না কারন ডাইং এর কালার অনুযায়ী হিসেব করে কাপড় দেয়া হয় তাই অফ সেড ও এই হিসেবের আওতাভুক্ত।

ছবি
ছবিতে আমাদের একটা অফ সেড এর রোলএর কাপড় কেটে ডেলিভারি করা সেড এর সাথে মিলিয়ে দেখা হচ্ছে,  সাথে সাথে কি প্রক্রিয়ায় এটি ঠিক করা হবে তা নির্ধারন করা হচ্ছে । আমাদের এই অফ সডে ব্লু বেশি ছিলো তাই আমরা একে হট ওয়াস করেছি লিকুইড ডিটারজেন্ট দিয়ে হাল্কা ব্লু কাটার পর সেড টি ওকে হয়ে গিয়েছিলো।

কোন মন্তব্য নেই: