#Twill_টুইল
টুইল কাপড় চেনার উপায় হলো এই ফেব্রিক এর মাঝে বাকা বাকা ডায়াগোনাল দাগ থাকে ।
এটি s, z দুই প্রকার এর হয়।
কাপড় এর ক্ষত্রে টুইল ফেব্রিক চেনার উপায়ঃ
#টিপস :
কাপড় এর টুইল লাইন চেনার ভালো উপায় হলো কাপড় এর উপর S , Z লিখুন তার পর দেখুন S,Z এর মাঝ খানের টান লক্ষ করুন দেখুন এই মাঝের টানের ডিরেকশন কোন দিকে আর এটি দেখতে কি S নাকি Z এর মাঝের দিকে মিলে যায়। যদি তা S এর পেটের মতো (\) থাকে তবে তাকে S টুইল বলবো। যদি তা Z এর পেটের মতো (/) থাকে তবে তাকে Z টুইল বলবো।
আরো কিছু তথ্য:
128X60/20X16 সবচেয়ে বেশী ব্যাবহার করা হয়।
72X42/7X7 এই কন্সট্রাকশন এর কাপড় টুইল কাপড় এর ভেতরে সবচেয়ে মোটা কাপড়।
আমরা বিভিন্ন টুইল এর ডেরিভেটিভ ডাইং করি :
লাইক্রা টুইল
হেরিংবোন টুইল
ব্রোকেন টুইল
সাটিন টুইল
128X60/20X16 (নন পিচ) এই কাপড় দিয়ে সকল সেল্ফ সেড করা হয় ওভেন ডাইং এর ক্ষত্রে। একে বলা হয় মিডিয়ম কোয়ালিটির কাপড়।
এর সাথে 70,40 ডেনিয়ার এর লাইক্রা দিয়ে লাইক্রা টূইল বানানো হয়। লাইক্রা কোর স্পান সুতা ওয়েফট এ দিতে হয়।
চিত্র : কালার এনথ্রাচিট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন