The Sequence of dyeing with azoic dyes details are given below as known:-
১. Textile Material prepared :-
এই ধাপ দ্বারা বুজানো হচ্ছে যে, প্রথমে টেক্সটাইল মেটারিয়ালকে ( ফ্রেব্রিক, ইয়ারস Etc) প্রস্তুত করতে হবে ডাইং করার জন্য এরপর ডাইং কাজ শুরু করা যাবে..। মেটারিয়াল প্রস্তুত না করে কোন প্রকার ডাইং করা পসিবল নয়..।
২. Fabric is Treated with Naphthol solution
বলতে বুজানো হচ্ছে, কাপড়কে নেপথল সলিউসনে ট্রিটমেন্ট করতে হবে...।
নেপথল সলিউসন বলতে ( নেপথল, কাস্টিক সোডা,সল্ট Etc) দিয়ে যে সলিউসন তৈরি করা হয় তাকে নেপথোলেশন বলা হয়...।
নেপথল সলিউসন বলতে ( নেপথল, কাস্টিক সোডা,সল্ট Etc) দিয়ে যে সলিউসন তৈরি করা হয় তাকে নেপথোলেশন বলা হয়...।
৩. Preparation of base salt solution
বেস ও সল্ট সলিউসন প্রস্তুত বলতে বুজানো হচ্ছে বেস ও সল্টের তৈরি সলিউসন...।
৪. Nephthol treated fabric is treated with diazo-solution
বলতে বুজানো হচ্ছে, নেপথোল দিয়ে ট্রিটমেন্ট করা ফ্রেব্রিকে আবার ডায়াজো-সলিউশন দিয়েও ট্রিটমেন্ট করা হয়...। ডায়াজো-সলিউশন ( বেস কালার, হাইড্রোক্লোরিক এসিড, সোডিয়াম বাই নাইট্রেট, এসিটিক এসিড,সোডিয়াম এসিটেট Etc) ইত্যাদি দিয়ে প্রস্তুত করা হয়..। আর এই সলিউশনকে ডায়াজোটিজেশন বলা হয়...।
৫. Color is developed
বলতে বুজানো হচ্ছে যে, শেড মিলাতে হবে, শেড বলতে বায়ার যে কালার চাইছে তা মিলাতে হবে/মিলছে নাকি চেক করতে হবে ও কালার মিলাতে হবে, একেই কালার ডেভেলপ বলা হয়...।
৬. After treatment
বলতে বুজানো হয় ডাইং করার পড়ে আর যে যে কাজ করতে হয় তাই আফটার ট্রিটমেন্ট বলে পরিচিত...। আফটার ট্রিটমেন্টের ধাপ বলতে ডিটারজেন্ট ওয়াশ, হট ওয়াশ, কোল্ট ওয়াশ, রিনচিং ওয়াশ ইত্যাদি বুজায়....।
Refarance :
মহসিন ২৪ ব্যাচ
সাউথইস্ট ইউনিভারসিটি
মহসিন ২৪ ব্যাচ
সাউথইস্ট ইউনিভারসিটি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন