স্টকলট পন্য কেনায় কিছু সতর্কতা | Garments StockLot Business - Textile Lab | Textile Learning Blog
স্টক পন্য কেনা বেচায়  কি কি সতর্কতা অবলম্বন করেবেন 

আপনাদের স্টক পন্য কেনা বেচার ক্ষত্রে কিছু বিষয় লক্ষ রাখতে হবে :

১. মালামাল এর পেমেন্ট এর ক্ষত্রে Bank LC  মাধ্যমে করুন।

২. বায়ার পেয়ে আবেগী হওয়া যাবে না,  ভালো করে তার ব্যাকগ্রাউন্ড জেনে নিন। কোথা থেকে নেয়,  কি পরিমান নেয়,  কাদের সাথে লেনদেন করে তাদের খোজ খবর নিন।

৩. অনেকেই প্রডাকশন এর নাম করে স্যাম্পল করিয়ে বিদায় নেয়,  এদের কাছ থেকে দুরে থাকুন।

৪. যেহেতু টাকা পয়সার বিষয় আছে তাই প্রাইজ এর ব্যাপারে Straight Forward হওয়া ভালো।

৫. মেক্সিমাম লট রিজেক্টশন এর কারন হলো লিড টাইম বা টাইমলি দিতে না পারা,  এর সাথে অনেক সময় ডাইং এবং গার্মেন্টস ফল্টস থাকতে পারে তাই নেয়ার আগে দেখে নিতে হবে কারন।

৬. প্রাইস ফেক্ট হলো হতাস হোয়া যাবে না। 
থিউরি হলো যা কিনার সময়  লাভ হয় না তা বেচার সময় ও লাভ হয় না

৭. এই ব্যাবসার মুল বিষয় হলো প্রোডাক্ট প্রাইজ  তাই ব্যাবসা করার আগে প্রাইস আর কোয়ালিটি নিয়ে ভাবুন।

৮. লটের রিজেক্টশন এর কারন জেনে নিন কি কারনে লট হলো জেনে নিন।

৯. বড় ভলিউম এর লট কেনার পর জন্য সাথে হায়ার করা এক্সপার্ট রাখতে পারেন,  এতে আপনার রিক্স মিনিমাইজ হবে।

১০. কিছু কিছু  বায়ার প্রথমে টাকা লেন দেন ভালো করে লেও পর বড় লটের মাল নিয়ে কাপড় নিয়ে টাকা আর দেয় না,  তাই সাবধানে কাজ করুন।

১১. বাকিতে মাল বেচা যাবে না। কারন মুলধন একবার হারালে আর পাবেন না।

১২. স্টক লট কেনার আগে এর বেচার জন্য পার্টি ও হাতে রাখুন। এতে রিস্ক কপমে যাবে আপনার।

১৩. প্রডাক্ট দেখে কিনুন যেমন যেমন বাংলাদেশ এর লোকাল মার্কেটে চলার মতো লট কিনুন যেমন : ডেনিম, প্যান্ট শার্ট,  পোলো,  টি শার্ট








স্টকলট পন্য কেনায় কিছু সতর্কতা | Garments StockLot Business

স্টক পন্য কেনা বেচায়  কি কি সতর্কতা অবলম্বন করেবেন 

আপনাদের স্টক পন্য কেনা বেচার ক্ষত্রে কিছু বিষয় লক্ষ রাখতে হবে :

১. মালামাল এর পেমেন্ট এর ক্ষত্রে Bank LC  মাধ্যমে করুন।

২. বায়ার পেয়ে আবেগী হওয়া যাবে না,  ভালো করে তার ব্যাকগ্রাউন্ড জেনে নিন। কোথা থেকে নেয়,  কি পরিমান নেয়,  কাদের সাথে লেনদেন করে তাদের খোজ খবর নিন।

৩. অনেকেই প্রডাকশন এর নাম করে স্যাম্পল করিয়ে বিদায় নেয়,  এদের কাছ থেকে দুরে থাকুন।

৪. যেহেতু টাকা পয়সার বিষয় আছে তাই প্রাইজ এর ব্যাপারে Straight Forward হওয়া ভালো।

৫. মেক্সিমাম লট রিজেক্টশন এর কারন হলো লিড টাইম বা টাইমলি দিতে না পারা,  এর সাথে অনেক সময় ডাইং এবং গার্মেন্টস ফল্টস থাকতে পারে তাই নেয়ার আগে দেখে নিতে হবে কারন।

৬. প্রাইস ফেক্ট হলো হতাস হোয়া যাবে না। 
থিউরি হলো যা কিনার সময়  লাভ হয় না তা বেচার সময় ও লাভ হয় না

৭. এই ব্যাবসার মুল বিষয় হলো প্রোডাক্ট প্রাইজ  তাই ব্যাবসা করার আগে প্রাইস আর কোয়ালিটি নিয়ে ভাবুন।

৮. লটের রিজেক্টশন এর কারন জেনে নিন কি কারনে লট হলো জেনে নিন।

৯. বড় ভলিউম এর লট কেনার পর জন্য সাথে হায়ার করা এক্সপার্ট রাখতে পারেন,  এতে আপনার রিক্স মিনিমাইজ হবে।

১০. কিছু কিছু  বায়ার প্রথমে টাকা লেন দেন ভালো করে লেও পর বড় লটের মাল নিয়ে কাপড় নিয়ে টাকা আর দেয় না,  তাই সাবধানে কাজ করুন।

১১. বাকিতে মাল বেচা যাবে না। কারন মুলধন একবার হারালে আর পাবেন না।

১২. স্টক লট কেনার আগে এর বেচার জন্য পার্টি ও হাতে রাখুন। এতে রিস্ক কপমে যাবে আপনার।

১৩. প্রডাক্ট দেখে কিনুন যেমন যেমন বাংলাদেশ এর লোকাল মার্কেটে চলার মতো লট কিনুন যেমন : ডেনিম, প্যান্ট শার্ট,  পোলো,  টি শার্ট








কোন মন্তব্য নেই: