ফেব্রিক বানানো, ফিনিশিং করা ইতোমধ্যে কম্পলিট, কিন্ত পিলিং রেজাল্ট ফেইল !!!
কিভাবে পিলিং ওকে করা যায় ???
১. মার্চেন্ডাইজার বা মার্কেটিং এর সংশ্লিষ্ট যারা আছেন প্রথমেই তাদের উচিৎ বায়ার এর টেকনিকাল রিকয়ারমেন্ট গুলি ভালো করে পড়া এবং পিলিং এর রিকয়ারমেন্ট থকলে আমাদের ফেব্রিকে অবশ্যাই কম্বড ইয়ার্ন দিয়ে নীটিং করা আর কম্বড ইয়ার্নে পিলিং কার্ডেড, রোটর, ভরটেক্স এর তুলনায় কম হয়।
২. পিলিং এর রিকয়ারমেন্ট থাকলে অবশ্যই ফেব্রিক হেবি এনজাইম করে নিতে হবে যাতে সকল হেয়ারিনেস দূর হয়ে যায় ।
৩. ফ্লিচ ফেব্রিক কে ট্রাম্বেল মেশিনে এন্টি পিলিং ফিনিশ করা যায়।
৪. ফেব্রিকে পিলিং হলে ফেব্রিক স্যাম্পল সাবমিট করার সময় একে ডাবল কম্পেক্টিং করে দেয়া ভালো
৫. পিলিং এর সমস্যা দুরকরতে বাইন্ডার, pva দিয়ে স্টেনটারে ফিনিশ করতে হবে যাতে ফেব্রিক সারফেস হার্ড হয়ে যায় এতে পিলিং কম হবে।
৬. ফ্লিচ ফেব্রিক বোথ সাইড ব্রাশ করা থাকলে একে এন্টি পিলিং ফিনিশ করতে হবে।
1 টি মন্তব্য:
thanks
একটি মন্তব্য পোস্ট করুন